ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় কয়লা কেলেঙ্কারি কান্ডে এবার দিল্লি তে আটজন আই পি এস অফিসার কে ইডি দ্বারা তলব করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন এডিজি জ্ঞ্যানবন্ত সিঙ ও রাজীব মিশ্র, সুকেশ জৈন ভাস্কর মুখোপাধ্যায় তথাগত বসু শ্যাম সিঙ, কোটেশ্বর রাও এবং সেলভা মুরগান কে। এরা প্রত্যকেই আই পি এস অফিসার। ইডি সূত্রে জানা গেছে সম্প্রতি পশ্চিম বাংলার কিছু কয়লা মাফিয়া কে জিগেসবাদ করে এদের কথা জানতে পারেন। সেই সাথে এদের মধ্যে অনেকেই গরু পাচার কান্ডে যোগাযোগ রয়েছে বলে খবর আছে। কয়লা কেলেঙ্কারি কান্ডে পশ্চিম বাংলার বলিষ্ট তৃনমূল দলের নেতা এবং বীরভূম জেলার তৃনমূল দলের সভাপতি অনুব্রত মন্ডল কে সি বি আই গ্রেপ্তার করেছে। সি বি আই ও ইডি যৌথ উদ্যোগে কয়লা কেলেঙ্কারি এবং গরু পাচার কান্ডে তদন্ত শুরু করে দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। তবে যে ভাবে তাবড় তাবড় তৃনমূল দলের নেতা কয়লা কেলেঙ্কারি কান্ডে এবং গরু পাচার কান্ডে ও এস এস এস সি শিক্ষক মামলা কান্ডে ধরা পড়ছে তাতে তৃনমূল দলের নেতৃত্ব কে ভাবিয়ে তুলেছে।।
Leave a Reply