করবা?
এই মধু পূর্ণিমা রাতে
নেশা করবা?
ভাঁজে ভাঁজে লুকোনো
ক্যানাবিস
আর
জাফরান মদ
মুহূর্তের মধ্যেই
তোমাকে চিনিয়ে দেবে
তোমার ভেতরের সেই তোমাকে,
যাকে তুমি দেখতে পাও না কোনোদিন;
দেখবা?
পুরুষতন্ত্র দেখবা?
তাহলে আসো,
আমি খুলে রেখেছি দরজা,
ভেতরে আসো!
এবার সারারাত মাতাল হও,
নিজেকে চেনো;
তোমার ভেতরে তোমাকে চেনো!
Leave a Reply