মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
করোনাকালীন সময়ে সরকারি নিয়ম নীতি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গত বুধবার বিকেলে উপজেলা সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু ছিলেন। সভায় বক্তব্য রাখেন পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরী রাসেল, দক্ষিণ দেলিয়াই হাসেমিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও চাটখিল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমিটির সদস্য ইউ.পি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা যুবলীগ আহ্বায়ক বেলায়েত হোসেন, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক ছালেহ আহম্মদ প্রমুখ। সভায় বক্তারা ১২ সেপ্টেম্বর হতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত স্বাস্থ্য বিধি মেনে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার গুরুত্ব আরোপ করেন। এই ব্যাপারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১২ সেপ্টেম্বরের পূর্বেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন মূলক কার্যক্রম গ্রহন করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সকল মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদাসার সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলা ভীমপুর হাই স্কুল এন্ড কারিগরি কলেজ মিলনায়তনে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মাঝে এক মতবিনিময় সভা প্রধান শিক্ষক আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি বেলায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য
Leave a Reply