বীরগঞ্জ (দিনাজপুর)সংবাদদাতাঃ
করোনা জয়ী দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালে এ আয়োজন করা হয়। এসময় বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আকতার বৃষ্টি, জেলা পরিষদ সদস্য মোঃ আতাউর রহমান বাবু, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী উপস্থিত ছিলেন। বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবেদ আলী ও সভাপতি মো. মাজেদুর রহমানের নেতৃত্বে এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অংশ নেন বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মিলন, সাহিত্য পাঠাগার ও ক্রীড়া সম্পাদক রেজা মো. তৌফিক, সাংবাদিক রতন ঘোষ পিযুষ, সিদ্দিক হোসেন, রনজিৎ সরকার রাজ, মো.তোফাজ্জল হোসেন, কার্তিক ব্যনার্জি, বিকাশ ঘোষ, আব্দুল জলিল সহ অন্যরা।
Leave a Reply