সোহাগ আশাশুনি প্রতিনিধিঃ বর্তমান করোনা মহামারির আতঙ্কের মধ্যেই ঈদে আমাদেরকে আরও সচেতন হতে হবে। ঈদে মানুষ ঘরে ফিরবে এটাই বাস্তব। আমাদেরকে এ সময়ে আরও বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। মাক্স ছাড়া কোন ভাবেই বাহিরে বের হওয়া যাবে না। করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে টিকা গ্ৰহনের আগে এবং পরে মাক্স পরিধানের উপর গুরুত্ব দিতে হবে। ঈদে ঘরে ফেরা মানুষকে মেলামেশা একটু কমিয়ে দেওয়ার আহ্বান করেছেন তিনি।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শোভনালী সততা যুবসংঘের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সে উপরোক্ত কথা গুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি ও উপজেলার শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল।
এসময় শম্ভুজিত মন্ডল বলেন, আজ করোনা মহামারির কারনে আজ আমরা অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি মহোদয়ের একটি অবদান সাতক্ষীরা মেডিকেল কলেজের কথা ভাবলেই বুঝতে পারবো উনি আমাদের জন্য কি করে গেছেন। একে একে আমরা উনার প্রত্যেক অনুদানের প্রয়োজনীয়তা অনুধাবন করবো।
শোভনালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করিম মোড়লের সভাপতিত্বে এবং শুভ্রর রেজার পরিচালনায় এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলম, প্রভাষক রবিন্দ্রনাথ মন্ডল, প্রভাষক বরুন মল্লিক, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবর রহমান, রিপোর্টাস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহারাব হোসেন সোহাগ
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, আশাশুনি মৌমাছি এনজিওর ম্যানেজার সুশান্ত মল্লিক, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, আজিজুর রহমান আলহাজ্ব দেসের আলী, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, হোসেন হরিদাশ ঠাকুর, হারান মোড়ল, সংগঠনের সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদকসহ সদস্য মন্ডলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন প্রভাষক শুভ্র রেজা
Leave a Reply