কলাপাড়া উপজেলা প্রতিনিধি :
কলাপাড়ার মিঠাগন্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন-সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম(২৫) এর উপর সশস্র হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় ১৩ দিন পরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান।
শনিবার (৭ আগষ্ট) সকাল আনুমানিক ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার এ মৃত্যুতে গভির শোক প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগ, কলাপাড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ নাজমুল হক।।
স্বাক্ষাতে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ ছাত্রলীগ,মিঠাগঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১১:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আমরা কলাপাড়া উপজেলা ছাত্রলীগ পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তুুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
সেই সাথে রাকিব হত্যার পিছনে চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি।
Leave a Reply