কলারোয়া থানার ওসি আলহাজ্ব মীর খায়রুল কবিরের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবিরের পিতার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বাদ মাগরিব কলারোয়া থানা জামে মসজিদে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পিতার জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ ও থানা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মীর খায়রুল কবির।
এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া থানার সেকেন্ড অফিসার শাহজাহান আলী, এসআই সোহরাব হোসেন, এসআই মাসুদুর রহমান এএসআই আনোয়ার হোসেন, হোসাইন মোল্যা, বকশি শহীদুল ইসলাম, কনেষ্টবল আজহারুল ইসলাম ও রেজাউল ইসলাম ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন-কলারোয়া থানা জামে মসজিদের ইমাম ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।
Leave a Reply