কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় করোনায় কর্মহীন মানুষের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯জুন) সকাল ১০ টার দিকে পৌরসভা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পৌরসভায় করোনায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে অনুদানের নগদ অর্থ (৫শত) টাকা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আওয়ামীলীগনেতা আবুবক্কর সিদ্দিক লাবলু, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, জি,এম শফিকুল ইসলাম, কাউন্সিলর শেখ জামিল হোসেন, আসাদুজ্জামান তুহিন, ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মণ, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ উদ্দীন, দীতি খাতুন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, হিসাব রক ইমরুল হোসেনসহ উপকারভোগীগণ। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক করোনায় কর্মহীন দীনমজুর, গরীব মানুষের মাঝে সরকারী বরাদ্দকৃত পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫শত টাকা করে তালিকাভূক্ত ৮শত পরিবার মাঝে ৪লাখ টাকা প্রদান করা হয়।
Leave a Reply