কলারোয়া কয়লা গ্রামের সুমাইয়া খাতুন চুমকি (ফুটবলে) ও পশ্চিম বোয়ালিয়া গ্রামের কেয়া পারভীন (হকি) B.K.S.P তে ভর্তির সুযোগ লাভ করায় শনিবার কলারোয়া অফিসার ইনচার্জ মোঃ খায়রুল কবির এর সাথে দেখা করে দোয়া নেন এবং অফিসার ইনচার্জ তাদের কে ক্রীড়াসামগ্রী কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
Leave a Reply