বিশেষ প্রতিনিধি,কলারোয়াঃ কলারোয়া উপজেলার আলামিন হোসেন টাকার অভাবে চিকিৎসাহীণ মৃত্যুর প্রহর গুনছে। কলারোয়া উপজেলার পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে আলামিন হোসেন (২২)। জীবনের সব উপার্জন দিয়ে চিকিৎসা নিয়েছে সে। আজ তার কোন অর্থ নেই। এমনকি নিজের বসবাসের ভিটা বাড়ীও নেই তার। সংসারের এক ছেলে, স্ত্রী, অসুস্থ মা, নানীকে নিয়ে কলারোয়া আফজালের মোড়ে ভাড়াবাড়ীতে থাকে সে ও তার পরিবার। এখন মায়ের পরের দুয়ারে চাওয়া ইনকামের উপর সংসারটি এক বেলা খেয়ে না খেয়ে চলে তাদের দিন। তার অপারেশন এর জন্য ২থেকে ৩লাখ টাকার প্রয়োজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারগণ সাফ জানিয়ে দিয়েছেন। ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হয়ে সে বিনা চিকিৎসায় বাড়ীতে রয়েছেন। টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা তার। আপনাদের দানে বেঁচে যেতে পারে আলামিন। তাই তার অসহায় মা সমাজের বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার অর্থের জন্য হাত পেতেছেন। আপনার সহযোগিতায় বেঁচে থাকুক আলামিন। এই ঠিকানায় অর্থ পাঠিয়েদিন বিকাশ নং-০১৭২১-৯৩৭৭০৩, অথবা বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখা, রেহেনা হিসাব নং-৭৭২৮।
Leave a Reply