কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া কেঁড়াগাছি ইউনিয়নে 5245 ভোট আনারস এসএম আফজাল হোসেন হাবিল। 4920 ভোট মটরসাইকেল মোঃ মারুফ হোসেন। নৌকা 3291 ভোট ভুট্টোলাল গাইন ভোট পেয়েছেন। অনেক জল্পনা কল্পনার মধ্যদিয়ে স্থগিত হওয়া কেঁড়াগাছি ১নং ওয়ার্ডের ভোটের প্রহর শেষে বেসরকারি ভাবে স্বতন্ত্র প্রার্থী এসএস আফজাল হোসেন আবারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বলেন, নিরপেক্ষ ভোটের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। ধন্যবাদ জানান আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনসহ সকল সাংবাদিকদের কে।
Leave a Reply