সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার ১নম্বর জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল গায়ের জোরে জোরপূর্বক সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে পাকা রাস্তার পাশে দোকান ঘর নির্মাণ করছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক জনসাধারণ। তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ও বলেন গ্রামের চলাচলের রাস্তা যেন কেউ না দখল করে তাঁর উপযুক্ত শাস্তি কামনা করেন এলাকাবাসী। তাঁরা আরোও বলেন আমরা এলাকাতে মিলে মিশে চলবো যেন কারর কোন পতিবন্ধকতা সৃষ্টি না করি নেতাগিরি করবা শহরে যাও শহরের জমি জবরদখল করো গ্রামের পাকা রাস্তার জমি নয়।– স্থানঃ বা লকেশান জয়নগর বাজারের আগে একটি পুরাতন কাঁচা রাস্তা এটা এখন ইটের ছলিং হয়ে নিলকন্ঠপুর গ্রাম হয়ে কলারোয়া পিচের রাস্তায় উঠছে বলেও জানান।
Leave a Reply