কলারোয়া প্রতিনিধিঃ
কলারোয়ার হেলাতলা ইউনিয়নের দমদম বাজারের পাশে দামোদরকাটি গ্রামের সরদার পাড়ার মহিদুল ইসলামের পুত্র মোঃ মেহেদী হাসান বয়স(৭) ছেলেটি মঙ্গলবার বিকাল থেকে কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, বলে জানান, মুঠো ফোনে কলারোয়া থানার পুলিশ ইনপেক্টর তদন্ত জেল্লাল হোসেনকে। তিনি তাৎক্ষণিক মাইকিং করার অনুমতি দেন ও বলেন থানায় অভিযোগ করবেন বাচ্চা না পাওয়া গেলে। রাতে মাইকিং করেন কলারোয়া বাজারসহ সম্ভব্য সমস্ত জায়গায় কোন খোঁজ মিলেনি শিশুটির।
অনেক খোঁজাখুজির পর ও পাওয়া যায়নি শিশু টির সন্ধান।
হটাৎ ১৮ আগস্ট বুধবার দুপুরের দিকে দামোদরকাটি মাঠের রাস্তার পাশে কিছু লোকজন দেখতে পায় পাটগাছের নিচে শিশুটির মরা দেহ পড়ে আছে। ঘটনা স্থালে কলারোয়া থানার পুলিশ গিয়েছেন ও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান রির্পোটি লেখা পর্যন্ত। অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল কবির বলেন এখন তদন্ত ছাড়া কোন কিছু বলা যাবে না।
এটা খেলতে গিয়ে মৃত্যু নাকি হত্যা?
এলাকাবাসীর ধারনা শিশুটি খেলতে গিয়ে হয়তো পা পিছলে পাটগাছের আটির নিচে পড়ে গিয়ে আর উঠতে পারেনি আর সেখানেই হয়তো তার মৃত্যু হয়েছে।
Leave a Reply