বিশেষ প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, যতদিন কলারোয়ার দায়িত্বে আছি ততদিন তারাভানের যে কোন সমস্যায় পাশে থাকবেন। তার মোবাইল ২৪ ঘন্টা খোলা, মানুষ তাদের প্রয়োজনে তার শরনাপন্ন হতে পারেন। জমি আছে ঘর নেই, এমন সরকারী প্রকল্প পূনরায় আসলে তিনি অগ্রাধিকার দিয়ে তারাভানের জন্য একটি ঘর করে দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করে। তারাভান পূনরায় অসুস্থ হয়ে হাসপাতালে যেতে না পারলে তিনি নিজে চিকিৎসক ব্যবস্থা করবেন বলেন । উল্লেখ্য যে, জনাব জুবায়ের কলারোয়াতে তার স্বল্পতম সময়ে বিভিন্ন গঠনমূলক ও মানবিক কাজ করে জনগনের আস্থা ও ভালবাসা অর্জন করে। উল্লেখ্য যে, কিছু মানুষ এতোদিন তাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল যে সে অসুস্থতা কিংবা অসহায়ত্বের কথা জানালে তাকে ধরে নিয়ে আটকে রাখবে। উপজেলা নির্বাহী অফিসার তাকে আশ্বস্ত করে বলে, তার সাথে আপনারা এমন কথা কেউ বলবেন না। বাংলাদেশ সরকার আমাকে জনগণের জন্য কাজ ও সেবা করতে পাঠিয়েছেন। সেই কাজটি করে যেতে পারি তার জন্য দোয়া করবেন।
Leave a Reply