সংবাদদাতাঃ কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুপ্রসাদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ঢালী। উপস্থিত থেকে বক্তব্য রাখেন-আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ আব্দুস সালাম সহ সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সোনাবাড়ীয়া ইউনিয়নের সদস্য ৯নং ওয়ার্ড মাহমুদুল আলম, ৬নং ওয়ার্ড সাদ্দাম হোসেন, মহিলা ইউপি সদস্য রহিমা খাতুন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ ঢালী বলেন- আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করবো। সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল বলেন-১৫ই আগষ্ট আপনারা সকলে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য আহবান জানাচ্ছি।
Leave a Reply