বিশেষ প্রতিনিধি,কলারোয়া: কলারোয়ার হেলাতলা ইউনিয়নের জাফরপুরে সরকারী রাস্তার কালভার্ট দখল করে বসত ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫জুলাই) সকালে সরেজমিনে দেখা গেছে-ওই এলাকার জহুরুল ইসলামের এক ব্যক্তি কালভার্ট এর মুখে মাটি ও ইট দিয়ে বেধে দিয়ে দখল করে নিয়েছে। ওই রাস্তার দু’ধারে চাষকৃত ধানু জমি রয়েছে। আর এই জমিতে পানি জমলে তা বের হওয়ার এক মাত্র কালভার্ট এটি। কালভার্টের মুখ বেধে দেওয়াতে চাষকৃত জমিতে হাটু পানি জমে রয়েছে বলে ওই এলাকার চাষীরা অভিযোগ করেছেন। চাষীরা বলেন-জহুরুল ভাল লোক না। আমরা বাধা দেওয়ার সত্তে¡ও সে জোর পূর্বক কালভার্ট এর মুখ বেধে দিয়ে মাটি ফেলে দখল করে নিয়েছে। এলাকার চাষীরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply