কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী সহ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা।
করোনা ভাইরাসের প্রার্দুভাবে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফিরোজ আহম্মেদ স্বপন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, মাস্টার হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু, সরদার আনছার আলী, আব্দুর রউফ, আব্দুস সালাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ফারহানা হোসেন, দিথী খাতুন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা বেগম কাজল, আওয়ামী লীগ নেতা সাহেব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, সাহিদুজ্জামান সাহিদ, ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন, মাহফুজ হোসেনসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমূখ।
উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করে।
Leave a Reply