জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ আউট অব স্কুল চিড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪, সাব কম্পোনেন্ট-২.৫)-এর শিখন কর্মসূচির আওতায় কলারোয়া উপজেলার উন্নয়ন পরিষদ (উপ) সংস্থা কর্তৃক পরিচালিত ৭০টি স্কুল এক যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে উন্নয়ন পরিষদ (উপ) সংস্থার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উন্নয়ন পরিষদ (উপ) সংস্থার পরিচালক আব্দুস সালাম সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এছাড়াও উন্নয়ন পরিষদ (উপ) সংস্থার পক্ষ থেকে প্রতিটি স্কুলে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য-সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) কর্তৃক চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি থেকে এই স্কুল পরিচালনা করা হচ্ছে। এ উপজেলায় সুন্দর ও সুষ্ঠভাবে স্কুলগুলি পরিচালিত হচ্ছে।
Leave a Reply