কলারোয়া, সাতক্ষীরাঃ কলারোয়া বাজারে চুরি সংঘটিত হওয়ায় জরুরি ভাবে মিটিং অনুষ্ঠিত হয়েছে। বাজার ব্যবসায়ী সমিতির অফিসে। ১ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টায়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন।উক্ত- সভায় উপস্থিত বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমানসহ সকল নেতৃবৃন্দ। বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, বর্তমান চলমান সমস্যা নিরশনের জন্য সরকার, প্রশাসনের পাশাপাশি বাজার ব্যবসায়ী সমিতির ভূমিকা অপরিসীম। বাজারে চুরি,ছিনতাই,ডাকাতির মত ঘটনা যেন না ঘটে আমাদের সজাগ থাকতে হবে। বাজারে গতরাতে কয়েক দোকানে চুরি সংঘটিত হয়েছে। এমন ঘটনা যেন আর না হয়, তার জন্য বাজারের নাইটগার্ডদের হুশিয়ারি দেন। সাথে সাথে রাতে যেন কোন অপরিচিত সাধারণ লোক ঘোরাঘুরি না করে সে দিকে খিয়াল রাখতে হবে । আর কারর গতিবিধি যদি খারাপ মনে হয় সঙ্গে সঙ্গে থানা পুলিশে খবর দিয়ার জন্যও বলেন । আরও বলেন বাজারে দোকানের সামনে যেন কোন রকম গাড়ি না রাখে সেদিকেও খিয়াল রাখতে হবে। কারন বাস, ট্রাক,দোকানের সামনে রেখে আড়াল করে চুরি সংঘটিত হয়। কলারোয়া বাজারের কোন প্রান্তে যেন গভীর রাত পর্যন্ত চায়ের দোকান, ক্যারামবোর্ডের দোকান খোলা না থাকে। রাতে যেখানে বেশি লোকের আড্ডা থাকবে সেখানে দুষ্কৃতকারীরা ঢুকে পড়বে ও আপরাধ সংঘটিত হবে বলেও জানান দেন । নাইটগার্ডদের বলেন কারর গতিবিধি খারাপ মনে হলে তাকে থানা পুলিশের হাতে দিয়ে দিবেন। কলারোয়া বাজারের কোন ব্যবসায়ীকে রাতে জরুরি ভাবে দোকান খুলতে হলে স্ব-স্ব বিটের থানা পুলিশ ও নাইটগার্ডকে জানিয়ে দোকান খুলতে হবে।
Leave a Reply