কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা ও উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও অথৈ ইন্টারন্যাশনাল’র সত্ত্বাধিকারী মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম. মুনসুর আলি। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ হোসেন, উপজেলা যুব সংহতি সভাপতি শাহিনুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি নেতা আমিনুর রহমান ফিরদু, শাহেদউল্লাহ, মিজানুর রহমান প্রমুখ।
Leave a Reply