নিজস্ব প্রতিনিধিঃ দরিদ্র মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প( ইরেসপো)-২য় পর্যায়ে ৩দিন ব্যাপী আয়বর্ধন মূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬জুন) সকালে ওই প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-বিআরডিবির উপ-পরিচালক আফজাল মোহাম্মাদ সালেহ। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, ইউসিসিএ লিঃ এর প্রধান পরিদর্শক মফিজুল ইসলাম ও হেলাতলা ইউনিয়নের কমলা চাষী কামরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য-৩০জন দরিদ্র মহিলা ৩দিনের ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) উদ্যোগে দেশী/বিদেশী ফল ও সবজি চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়।
Leave a Reply