কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরা কলারোয়া থানায় জিডি হওয়ার ২৪ঘন্টার মধ্যে নিখোঁজ ২মাদ্রাসার ছাত্র উদ্ধার করে কলারোয়া থানার পুলিশ। শনিবার ১জানুয়ারি রাতে যাহার জিডি নং ১৪৬৫ তাং ৩০-১২-২০২১ সময় ভোর সাড়ে ৫টার সময় উপজেলা ধানঘোরা গোলচাতর এতিম খানা হইতে ২টি ছেলে নিখোঁজ হয়েছে বলে মাদ্রাসার শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দ থানায় জিডি করেন, জিডির মুলে। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নিদেশে, সদর সার্কেল আসাদুজ্জামানের মনিটরিংয়ে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন মৃধার পরিচালনায়, এস আই হানিফ খানসহ সঙ্গীয় ফোস নিয়ে মামলাটি আমলে নিয়ে নিয়ে তাৎক্ষণিক অভিযান চালান যশোর খুলনা সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় এবং ২৪ঘন্টার মধ্যে ছেলে ২টিকে উদ্ধার করে। ১,মোঃ রুহিত হাসান (১১) পিতাঃ মৃত কামাল হাসান গ্রামঃ একচর থানাঃ কোতোয়ালি জেলা যশোর ২,মোঃ আতিকুজ্জামান (১৪)পিতাঃ মৃত আমিরুজ্জামান গ্রামঃ বাগুড়ী থানাঃ শার্শা জেলা যশোর ছেলে ২টাকে পেয়ে তাদের মা আপনজন শিক্ষক এলাকাবাসি অত্যান্ত খুশি, সাথে সাথে সাতক্ষীরা পুলিশ সুপার, সার্কেল, থানা পুলিশ কে ধন্যবাদ জানান ও দোয়া করেন। তারা আরোও বলেন পুলিশসহ আপনারা যাহারা উদ্ধার কাজে সহযোগিতা করেছেন তাদের জন্য শুভোকামনা ও দোয়া রইলো।
Leave a Reply