কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ার যুগীখালি ইউনিয়নের ওফাপুর গ্রামের তালতলা মোড়ের এক মাংসের দোকানে ৫ হাজার টাকা চাঁদার দাবীতে মাংস ব্যবসায়ীর পিতা শেখ রেজাউল নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত শেখ রেজাউলের পুত্র মাংস ব্যবসায়ী শেখ রিপন সাংবাদিককে জানিয়েছেন একই গ্রামের মাজেদ ঢালির পুত্র উজ্জ্বল ও তার সঙ্গে থাকা আফজাল, হৃদয়, আজগর ও ইমান আলী আমার নিকট দীর্ঘ দিন যাবত ৫ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। টাকা না দেওয়ার কারনে ৭ জুলাই আনুমানিক রাত ৮টার দিকে আমার দোকানে এসে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। প্রথমে তারা আমাকে মারপিট করতে থাকে কিন্তু সে সময়ে আমার বাবা শেখ রিজাউল তাদের বাঁধা দেওয়ায় আমার পিতাকে বেপরোয়া মারধর করতে থাকার এক পর্যায়ে আমার বাবা মৃত্যু বরণ করেন।
এবিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ওহিদুজ্জামান জানিয়েছেন রাত ৮টা ৫০ মিনিটের দিকে শেখ রিজাউলকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত্যু অবস্থায় আমি দেখতে পেয়েছি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন- আমি এমন একটি মৃত্যুর খবর পেয়েছি এবং লাশটি ইতোমধ্যে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করে থানা চত্বরে রাখা হয়েছে। আগামীকাল সকালে তা পোষ্ট মর্টেমে পাঠানো হবে।
Leave a Reply