সোহাগ হোসেন কলারোয়া,
“সময়ের সাহসি কলম সৈনিক” ব্রতকে বুকে ধারন করে এক ঝাক তরুন সাংবাদিকের সমন্বয়ে নতুন আঙ্গিকে কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারন সভা থেকে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
একই সাথে দক্ষিন বঙ্গের ২১ জেলার গন মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে আলোচনা করা হয়।
শনিবার ২৫ জুন বেলা ১২টার দিকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমাজের আলোর সম্পাদক ইয়ারব হোসেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সাংবাদিক ও নবগঠিত কমিটির উপদেষ্টা সাংবাদিক আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন কলারোয়া পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি জুলফিকার আলী, বেনাপোল টিভির সম্পাদক সরদার ইমরান হোসেন ও নতুন কমিটির সকল সদস্যবৃন্দ।
সভায় নতুন কমিটির সভাপতি ও সম্পাদক পদ ব্যতিত সকল পদ বন্টন করে দেওয়া হয়।
পরবর্তি সভায় সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচনের তারিখ ঘোষনা করা হবে বলে সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, ২৫ জুন আজ বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করেছেন। কমিটির নতুন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদেরকে কোন অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য প্রকাশ করতে হবে। তিনি আরো বলেন
অন্য সাংবাদিকদের সাথে কোন বিষয়ে প্রতিহিংসা না করে ভাল কাজে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সরদার জিল্লুর রহমান।
Leave a Reply