সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়ার উত্তর বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বাদি হয়ে ৪শিক্ষকসহ ৫জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- আব্দুল আলিম, মারুফ হোসেন, জাহিদুল ইসলাম, নাছরিন খাতুন ও জাহিদ হাছান। উল্লেখ্য-উপজেলার উত্তর বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে তার স্কুলের সহকারি শিক্ষকদের দ্বারা হয়রানি হচ্ছিলেন। সভাপতি না থাকায় সহকারি শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে জিম্মি করে রাখে। ২৬জুলাই ওই ব্যক্তিরা দলবদ্ধ হয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ধরে বিদ্যালয়ের কক্ষে নিয়ে আটকে তার উপর এলোপাতাড়ী ভাবে হামলা চালায়। এ সময় টাকা, কাগজপত্রসহ বিভিন্ন জিনিপত্র লুট করে নিয়ে যায় হামলাকারিরা। এসময় মারাত্মক আহত হন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। তাকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply