কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরাঃ ২৭ডিসম্বর সোমবার কলারোয়ার দৈনিক নতুন সূর্য নামে অনলাইনে এই নিউজটি চোখে পড়ে তার তীব্র নিন্দ প্রতিবাদ। কলারোয়া উপজেলায় ২০১৯-২০ চক্রের ভি জি ডি কার্যক্রম শেষ হয় এবং ২০২১-২২ চক্রের ভিজিডি কার্যক্রম সেপ্টেম্বর ২০২১ এ শুরু হয়। মহিলা বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে TOT এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয় যা চলমান রয়েছে। আমাদের এনজিও এর কার্যক্রম ইউনিয়ন জনপ্রতিনিধিদের সাথে সমস্ত কর্মকান্ড পরিচালিত হয় ১০০ ভাগ সচ্ছতার মাধ্যমে। কলারোয়া উপজেলার ক্রিসেন্ট কর্মকর্তা কো’অডিনেটর মনিসংকর হালদার বলেন সৎ এবং সচ্ছতার মাধ্যমে আমি এবং আমার অফিসের কার্যক্রম পরিচালিত হয়। এখানে কোন রকম দুর্নীতি বা অন্যের প্রশ্রায় দেওয়া হয় না তাই নতুন সূর্য নামে অনলাইনে মিথ্যা ও ভিত্তিহীন নিউজের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানায়। বিঃদ্রঃ গত করণার কারনে সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল এটা দেশ ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এখানে মিথ্যা তথ্য দিয়া বিভ্রান্তি করার কোন সুযোগ নেই।
Leave a Reply