জুলফিকার আলী,কলারোয়া প্রতিনিধিঃ বৃহষ্পতিবার কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হওয়ায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইব্রেকারে খোর্দ্দ ৩-১ গোলে চন্দনপুর কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টূর্ণামেন্টের আকর্ষণীয় ফাইনালে মুখোমুখি হয় জালালাবাদ বনাম খোর্দ্দ সরকারী প্রাইমারী স্কুল। প্রথমার্ধে গোলশূন্য শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে জালালাবাদ গোল করে এগিয়ে গেলেও শেষ মিনিটে খোর্দ্দ গোল পরিশোধ করলে অতিরিক্ত ১০ মিনিট খেলা হয়। কিন্তু কোন দলই আর গোলের দেখা পায় নি। ফলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে জালালাবাদ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বালকদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় খোর্দ্দ ইয়াসিন, সর্বোচ্চ গোলদাতা জালালাবাদের ইসরাফিল, চন্দনপুর সরকারি প্রাইমারী বিদ্যালয়ের খেলোয়াড় জান্নাতুল ফেরদৌস সেরা খেলোয়াড় ও সব্বোচ গোলদাতা সুমাইয়া নির্বাচিত হন।-খেলাগুলি উপভোগ করেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, ইনস্ট্রাকটর অশোক কুমার বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, রবি শংকর দেওয়ান, আশেককুজ্জামান রানা, হারুন-অর-রশীদ, হুমায়ন কবীর, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কলারোয় পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, শিক্ষক নেতা আরিফুজ্জামান কাঁকন, মোঃ সিরাজ, এস,কে আসাদুল ইসলাম, শেখ মর্জিনা, মাসউদ পারভেজ মিলন, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, আহসান উল্লাহ, মফিজুল ইসলাম, আবু মাসুদ পরাগ, সিরাজুল ইসলাম, মোস্তাসিম বিল্লাহ, কামরুজ্জামান, মোস্তাসিম বিল্লাহ আজাদ, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, মর্জিনা খাতুন, কামরুল ইসলাম, জুয়েল রানা, প্রশংকর দন্দী, কবিরুল ইসলাম, দপ্তারী শাহিন সহ বিপুল সংখ্যক শিক্ষকমন্ডলী ও দর্শক খেলা দুটি উপভোগ করেন। ধারাভাষ্যে ছিলেন-প্রধান শিক্ষক আসাদুর রহমান সেন্টু, আঃ ওহাব মামুন, ও শেখ শাহাজাহান আলী শাহিন। ম্যাচগুলি পরিচালনা করেন তপু, মোমিনুর রহমান, কামরুজ্জামান বাবু, আসানুর রহমান। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালনা করেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
Leave a Reply