কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া কাকডাঙ্গা ও তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যদের চোরাচালান প্রতিরোধে যৌথ অভিযানে কেড়াগাছী কাকডাঙ্গা ছবেদের মোড় মধ্যস্থ চেকপোস্টের অভিযানে দুই কেজি ছয়শ বিশ গ্রাম ভারতীয় রুপা ও বাকসা মাঠের মধ্যে সেচ ডিপ টিউবওয়েলের পরিত্যক্ত পাইপের নিচে একহাত বালির নিচ থেকে একটা বিদেশি পিস্তলসহ এক রাউন্ড গুলি উদ্ধার করে বিজিপি । ২০ ডিসম্বর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে
কাকডাঙ্গা বিজিবির সদস্যরা কেড়াগাছী চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটা হিরো ডিলাক্স ১০০ মোটরসাইকেলে আরহী ২ জনকে চেক করে রুপাসহ আটক করে। পরে আটককৃত রুপাসহ মটরসাইকেল ও আসামীদের মামলাদিয়ে থানাহাজতে প্রেরন করেছে কাকডাঙ্গা বিজিবি। অন্য দিকে তলুইগাছা ক্যাম্পে দ্বায়িত্বরত লেঃ নায়েক ডালিমের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স বাকসা মাঠের মধ্যে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় রাশিয়ান V1a মডেলের পিস্তল, ৭.৬৫ নম্বরের এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে।
Leave a Reply