কলারোয়া প্রতিনিধিঃ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবসে প্রদশর্নী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ১৯ডিসম্বর রবিবার বিকাল ৩.৩০ মিনিটে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া উপজেলা প্রশাসন একাদশ বনাম কলারোয়া সূধী একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী আর সূধী একাদশের নেতৃত্ব দেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। খেলার প্রথমার্ধে নির্বাহী একাদশ ৪-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতয়ার্ধে সূধী একাদশ গোল পরিশোধে মরিয়া হয়ে খেলে ৩ টি গোল পরিশোধ করলেও পাল্টা আরও দুইটি গোল খেয়ে
বসে। ফলে নির্ধারিত সময়ে কলারোয়া উপজেলা নির্বাহী একাদশ ৬ -৪ গোলে সূধী একাদশের বিপক্ষে জয়লাভ করে। কলাারোয়া উপজেলা পরিষদের সকল অফিসার ও কমকর্তা গন এবং সূধী একাদশের পক্ষে কলারোয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরগন এবং প্রাক্তন ফুটবলার,শিক্ষক,সাংবাদিক অংশ গ্রহন করেন। খেলাটি পরিচালনা করেন আব্দুর রহিম বাবু, সহকারী রেফারি ফারুক হোসেন স্বপন ও সাইফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মাষ্টার আঃ ওহাব মামুন। বিশ্লেষক হিসেবে ছিলেন অ্যাড, শেখ কামাল রেজা। খেলাটি প্রচুর দর্শক উপভোগ করেন। আরোও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও আঃ রব,প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, পেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নুরি আলম পল্লী বিদ্যুৎতের ডিজিএম নুরুল ইসলাম, প্রণীসম্পাদ কর্মকর্তা অমল কুমার,সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিন্দ্র নাথ মন্ডল, মাধ্যামিক সহকারি শিক্ষা অফিসার হারুন আর রশিদ,প্রোগ্রামার কর্মকর্তা মোতাহার হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেনসহ প্রমূখ।
Leave a Reply