কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৩জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডলের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিনিয়র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, মৎস্য সম্প্রারণ কর্মকর্তা তৌফিক হাসান, ফিশারিজ অফিসার কুমার প্রসূন দাশ সহ সম্মানিত সকল সংবাদকর্মীবৃন্দ। সভায়, মংস্য সপ্তাহ-২২ উপলক্ষে উপজেলার ১৫টি পুকুরসহ জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে সভায় জানানো হয়। উপজেলার ১২টি ইউনিয়নের ২৪টি সিআইজি সমিতির ৪৭জন মৎস্য চাষীকে উপকরণ সহায়তা প্রদান করা হয়। একটি বিল ম্যানেজমেন্টের কার্যক্রম চলমান রয়েছে। সাসটেইনেবল কোষ্টাল প্রকল্পের আওতায় একটি খাল খনন করা হয়েছে। ২২০জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মতবিনিময় সভায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply