কলারোয়া প্রতিনিধিঃ গতকাল (৭ আগস্ট) যুব রেড ক্রিসেন্ট সাতক্ষীরা জেলা ইউনিটের যুব প্রধান শেখ মুসা কাজিম আশিক, ডেপুটি ডিরেক্টর এএসএম আক্তার ও সেক্রেটারি সায়েদ ফিরোজ কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হল, মোঃ নাহিদুর রহমান, আল জুবায়ের সৈকত,মোঃ শাহিনুর রহমান,মিনহ্বাজ, শ্রাবণী ইয়াসমিন, মাহমুদুল হাসান, মোঃ মাহবুবুর রহমান, আল শাহরিয়ার আকাশ, মোঃ হাবিবুর রহমান, আসিফ হোসেন ,আরিফা পারভিন ,মোঃ সোহানুর রহমান ,মোঃ মাসুদ রেজা এবং ইমাম হোসেন বিপ্লব। কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্ব প্রদান করায় দলনেতা মোঃ মিজানুর রহমান সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্টের যুব প্রধান,ডেপুটি ডাইরেক্টর ও সেক্রেটারিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঞ্জাপন করেছেন এবং কলারোয়া রেড ক্রিসেন্ট ইউনিটকে আদর্শ ইউনিট হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন! একই সাথে নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply