কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রয়াত ডা: শেখ ইমান আলির ১৩ তম মৃত্যুবার্ষিকী বুধবার। তিনি কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পিতা। ২০০৯ সালের এই দিনে তিনি কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে মত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলি গ্রামে। তিনি একটানা ৪৫ বছর ধরে সুনামের সাথে এ জনপদে হোমিও চিকিৎসা সেবা দান করে গেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ষাটের দশকে খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলেও তিনি শিক্ষকতা করেন। কলারোয়া পশু হাট মোড়ে তাঁর হোমিও প্রতিষ্ঠানের নাম ছিলো ‘আলি হোমিও হল’। ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বড় ছেলে শেখ ফারুক আহমেদ ও মেজো ছেলে শেখ বেনজীর আহমেদ মরহমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Leave a Reply