সিনিয়র স্টাফ রির্পোটারঃ
কলারোয়ায় ১৯মামলার আসামী মনিরুজ্জামান মনি ওরফে চামরা মনির ওরফে আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তি ইয়বাসহ আটক হয়। সে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত.মোজাম্মেল গাজীর ছেলে। থানা পুলিশ বৃহস্পতিবার ভোররাতে বোয়ালিয়া গ্রামের সাবানার মোড় নামক স্থান থেকে আটক করে থানা পুলিশ । তার নামে ১৯টি মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলো। চামড়া মুনির আটক এর সময় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযান সময় উপজেলার বোয়ালিয়া গ্রামের সাবানার মোড় নামক স্থান থেকে মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান মনি ওরফে চামড়া মনির আতিয়ার রহমান কে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় ১৯টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সে একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি। তাহার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক ও অস্ত্র মামলা (১৩৩), কলারোয়া থানার এফ আই আর নং-১০/৩৩৭, তারিখ- ০৯ডিসে, ২০১৯, জি আর নং-৩৩৭/১৯, তারিখ- ০৯ ডিসে, ২০১৯,সময়- ১১.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। কলারোয়া থানার এফ আই আর নং-২/৩৬৪, তারিখ- ০৩ ডিসে, ২০১৮; জি আর নং-৩৬৪/১৮, তারিখ- ০৩ ডিসে, ২০১৮, সময়- ১০.৪৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৩। কলারোয়া থানার এফ আই আর নং-১/৩৬৩, তারিখ- ০১ ডিসে, ২০১৮, জি আর নং-৩৬৩/১৮, কলারোয়া থানার এফ আই আর নং-৫/৩৪৬, তারিখ- ০৪ নভে, ২০১৮, জি আর নং-৩৪৬/১৮, তারিখ- ০৪ নভে, ২০১৮, সময়- ০৫.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৫।কলারোয়া থানার এফ আই আর নং-১২/২৯৬, তারিখ- ১১ সেপ্টে, ২০১৮, জি আর নং-২৯৬/১৮, তারিখ- ১১ সেপ্টে, ২০১৮; সময়- ০০.৪৫ ঘটিকা। ধারা- ১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, ৬। কলারোয়া থানার এফ আই আর নং-১২/২৭৩, তারিখ- ১২ আগষ্ট, ২০১৮, জি আর নং-২৭৩/১৮, তারিখ- ১২ আগষ্ট, ২০১৮, সময়- রাত ২১.৪৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৭। কলারোয়া থানার এফ আই আর নং-৯/২০৫, তারিখ- ০৫ জুন, ২০১৮, জি আর নং-২০৫/১৮, তারিখ- ০৫ জুন, ২০১৮, সময়- রাত ২২.১৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৮। কলারোয়া থানার এফ আই আর নং-৯/৫২, তারিখ- ১২ ফেব্রু, ২০২১, জি আর নং-৫২/২১, তারিখ- ১২ ফেব্রু, ২০২১, সময়- ১৭.১৫ ঘটিকা ধারা- ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৫০৬/ ১১৪ পেনাল কোড-১৮৬০, ৯। কলারোয়া থানার এফ আই আর নং-১৮/২৬৭, তারিখ- ২৪ সেপ্টে, ২০২০, জি আর নং-২৬৭/২০২০, তারিখ- ২৪ সেপ্টে, ২০২০, সময়- ০০.৩৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(ক)/৩৬(১) এর ১৬/৩৬(১) এর ২৫/৪২(১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১০। কলারোয়া থানার এফ আই আর নং-৫/৬৩, তারিখ- ০১ ফেব্রু, ২০২০, জি আর নং-৬৩/২০২০, তারিখ- ০১ ফেব্রু, ২০২০, সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(গ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১১। কলারোয়া থানার সময়- ১৯.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১৪(গ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১২। কলারোয়া থানার এফ আই আর নং-৮/৬৬, তারিখ- ০৪ ফেব্রু, ২০২০, জি আর নং-৬৬/২০২০, তারিখ- ০৪ ফেব্রু, ২০২০, সময়- ০৭.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত ১৩। কলারোয়া থানার এফ আই আর নং-৬/৬৮, তারিখ- ০৭ এপ্রিল, ২০১৯, জি আর নং-৬৮/১৯; সময়- ১৪.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১১(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৪। কলারোয়া থানার এফ আই আর নং-৩/৩১, তারিখ- ০২ ফেব্রু, ২০১৮, জি আর নং-৩১/১৮, তারিখ- ০২ ফেব্রু, ২০১৮, সময়- ০১. ১০ ঘটিকা ধারা- ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৫(৩)/২৫-উ ১৯৭৪ সালের বিশেষ মতা আইন, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, ১৫। কলারোয়া থানার মামলা নং-১২, তাং-১১/০৯/২০১৮, ধারা-অস্ত্র আইন এর ১৯(এ), উল্লেখিত মামলা গুলির এজাহার ভুক্ত আসামী।
Leave a Reply