কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে রবি/২০২২-২৩ মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখি,ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার সকাল ১০টায়। উপজেলা কৃষি সম্প্রসারণ চত্বরে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে কৃষিবিদ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,নুরুন নাহার আক্তার, উপজেলা প্রোগ্রামার অফিসার মোঃ মোতাহার হোসেন,কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেল মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মোস্তফা হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ গাজী, সহকারি কৃষি সম্প্রারণ অফিসার মোঃ ইউনুচ আলী, অফিসার, কৃষকসহ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক জিয়া।
Leave a Reply