সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়ায় ৩০পরিবারের যাতায়াতের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদ করাতে মোজাম দফাদার (৩৯) নামের এক ব্যক্তি আহত হয়েছে। সে উপজেলার দেয়াড়া-কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আহম্মাদ আলীর ছেলে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে ও আহত মোজাম দফাদার জানান- দেয়াড়া-কাশিয়াডাঙ্গা গ্রামের৩০পরিবারের সদস্যরা যাতায়াতের জন্য ৪দাগে ১৫শতক জমি ক্রয় করেন। সেই জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ ওজিয়ার রহমান, রাব্বি, জিয়াউর রহমান, আরিজুল, জাহিদুল, রিয়াজ, সবর আলী, আব্দুর রহিম, সরোয়ার খা, আঃ লতিফ, কুদ্দুস, কালাম দলব্ধ হয়ে বাধা প্রদান করে। তারা এসময় রাস্তা নির্মাণের জন্য ১০ লাখ টাকা দাবী করেন। এই কথার প্রতিবাদ করতে গেলে মোজাম দফাদার তাদের হাতে আহত হয়। বর্তমানে তিনি কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরো বলেন-গত ১৯মে সকালে রাস্তা নির্মাণের বাধা দেওয়ার বিষয় নিয়ে ২০মে দেয়াড়া ইউনিয়ন পরিষদে অভিযোগ দেয়া হয়। পরে সাতক্ষীরা আদালতে ১৪৫ধারা মতে একটি পিটিশন মামলা দায়ের হয়। যা স্থানীয় পুলিশ ফাড়ির এসআই ফিরোজ নোর্টিশ প্রদান করেছেন। হঠাৎ গত ৫আগস্ট মোজাম দফাদার রাত ৮টার দিকে কাশিয়াডাঙ্গয়া বাজার করতে যাওয়ার পথে পেয়ারাতলা মোড় নামক স্থানে পৌছালে জিয়াউর রহমান, ওজিয়ার খা দলব্ধ হয়ে পথরোধ করে অকথ্য ভাষায় গালি দিয়ে টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এঘটনা উল্লেখ্য করে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এদিকে অভিযুক্ত জিয়াউর রহমান বলেন-তারা যে অভিযোগ করেছে সেটা সঠিক নয়। আমরা তার কাছে টাকা পাব সেই টাকা চাওয়া হয়েছে। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হয়রানী করা হচ্ছে।
Leave a Reply