কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গত ২৪ ঘণ্টায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২৩ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ শনাক্তের রিপোর্ট এসেছে। আক্রান্তের শতকরা হার ২১.৭৩ ভাগ। মঙ্গলবার (২৭ জুলাই) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৬ জন হলেন: উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের ইসমাইল হোসেন (৬৫), কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের নাঈম হোসেন (২২), একই গ্রামের মনিরুজ্জামান (৩৫), হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের আব্দুল মাজিদ (৬০) ও কলারোয়া পৌরশহরের সালমা আক্তার (৪৩)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৬ জুলাই) কলারোয়ায় ২২ জনের র্যাপিড এন্টিজেন কিটস পরীক্ষায় ৬ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
Leave a Reply