বিশেষ প্রতিনিধি,কলারোয়াঃ কলারোয়ায় নিজেদের জমিতে চাষাবাদ করতে পারছে না নিরহ ৯কৃষক। তাদের বিরুদ্ধে হয়রানী মূলক অভিযোগ দেয়া হচ্ছে। রোববার (৭আগস্ট) সকালে সরেজমিনে দেখা গেছে-উপজেলার দামুদারকাটি মাঠে ওই এলাকার কৃষক আলমগীর হোসেন, মহাসীন হোসেন, আনরুল ইসলাম, নাসিরুল ইসলাম, আক্তারুল ইসলাম, মিজানুর রহমান, ওবায়দুর রহমানের দুই দাগে ৬২ শতক ক্রয়কৃত কৃষি জমি রয়েছে। সেই জমিতে তারা চাষাবাদ করে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছেন। হটাৎ দামুদারকাটি গ্রামের মৃত নুর আলীর ছেলে আকছেদ আলী কোন কারন ছাড়াই সাতক্ষীরা আদালতে গত ১৮জুলাই-২২ তারিখে ১৪৫ধারা মতে একটি পিটিশন মামলা দায়ের করেন। যা কলারোয়া থানার এসআই রফিকুল ইসলাম বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক নোর্টিশ প্রদান করেন। এলাকাবাসীরা বলছেন-৫০/৬০ বছর পূর্বে ওই জমি ক্রয় করে চাষাবাদ করে আসছেন মানিক হোসেন, আরশাদ আলী মোড়ল, সৈয়দ আলীসহ তাদের পরিবারবর্গরা। এলাকার কিছু কু-চক্রি ব্যক্তি প্রলভোনে পড়ে আকছেদ আলী হয়রানী মুলক মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে। এবিষয়ে ওই ৯জন কৃষক বলছেন-তারা রেকর্ড সংশোধীন মামলা দিয়েছে আদালতে। মামলাটি চলমান রয়েছে। দামুদারকাটি গ্রামের নুর আলী সরদার ওই ৬২ শতক জমি ৬০ বছর আগে বিক্রয় করেন- মানিক, আরশাদ ও সৈয়দ আলীর কাছে। বর্তমানের তাদের ওয়ারেশগণ ওই জমিতে চাষাবাদ করে ভোগদখল করে আসছেন। এদিকে আকছেদ আলী বলছেন তিনি কারর কাছে জমি বিক্রয় করেননি। জমি ভোগদখল পেতে আদালতে ১৪৫ধারায় মামলা দিয়েছেন।
Leave a Reply