বৃহস্পতিবার সকাল দশটায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে ঢাকা আহছানিয়া মিশনের আমাদের কলারোয়া প্রকল্পের আয়োজনে ” বিশ্ব হাত ধোঁয়া দিবস ” উপলক্ষে হাত ধোঁয়া প্রদশর্নী ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্ত্বে মুল আলোচনা করেন ঢাকা আহছানিয়া মিশনের ব্যাবস্থাপক মোঃ আয়ুব আলী, আলোচনা করেন মাদ্রাসার গর্ভনিং বডির বিদ্যুৎসাহী সদস্য এ্যাডঃ শেখ কামাল রেজা, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এর টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর বিভাগীয় প্রধান মোঃ সিদ্দীক আলী, শিক্ষক আঃ গফফার। কুইজ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক মোঃ মহিদুর রহমান ও শিক্ষক মোঃ আহসান হাবীব। ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড অর্গানাইজার মোঃ মাসুদ হোসেন, মোঃ সোহেল রানা বাবু তত্ত্বাবধানে ছিলেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এর টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর বিভাগীয় প্রধান মোঃ সিদ্দীক আলী ও মোঃ আয়ুব আলী, প্রভাষক মোঃ মহিদুর রহমান এবং শিক্ষক মোঃ আহসান হাবীব। পরে ছাত্র ছাত্রী দের নিয়ে হাত ধোঁয়া প্রদশর্নী করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
Leave a Reply