নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে নানান আয়োজনে নজরুল রবীন্দ্র জয়ন্তী উৎযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউটের নিজস্ব সঙ্গীত প্রশিক্ষণ কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন-ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বিপ্লবী কবি নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জীবনী ও সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে রেখে যাওয়া অবদানের উপর আলোকপাত করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবুল কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান। কপাই কার্যনির্বাহী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কপাই সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, সংগীতপ্রেমী সুকুমার রায়, মাস্টার রুহুল আমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল আহম্মেদ বাবু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সোহাগ, শিক্ষার্থী সিফাত আব্দুল্লাাহ সহ দর্শকবৃন্দ। আলোচনা শেষে কোমলমতি শিশু শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
Leave a Reply