কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া পৌরসভার আয়োজনে,নগর উন্নয়ন কাজের এক পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিমাভি’র (simavi) অর্থায়নে বুধবার (২৫ আগষ্ট) সকাল ১০ টায় পৌর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত-সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান (বুলবুল)। স্থায়িত্ব চেক রিপোর্ট এলজিএস’র সঙ্গে উজ্জ্বল মিটিং এ পৌর সভার ওয়ার্ড ভিত্তিক স্যানিটেশন কার্যক্রম, স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়।
অতিথি হিসাবে বক্তব্য দেন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র(১) জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, নারী প্যানেল মেয়র(৩) ফারহানা হোসেন, কাউন্সিলর প্যানেল মেয়র(২) জি,এম শফিউল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, দীতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, উত্তরনের প্রজেক্ট কর্মকর্তা হাসিনা পারভিন, পৌর হিসাব রক্ষক ইমরুল হোসেন, এনজিও কর্মকর্তা ও পৌর নাগরিকবৃন্দসহ প্রমূখ।
Leave a Reply