নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ জুন) বেলা সাড়ে ৩টায় পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল এর সভাপতিত্বে,উক্ত- বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার -১ আসনের সংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি জনাব ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আলিমুর রহমান, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর কাউন্সিলর জিএম শফিউল আলম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, এড. শেখ কামাল রেজা, প্রফেসর আবু নসর, আব্দুল মজিদ,সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, পৌর সচিব তুষার কান্তি দাস। ঘোষিত বাজেটে ২০২২-২৩ অর্থবছরের জন্য ২৫ কেটি ৯ লক্ষ ৬২হাজার ১০০শত ৪৯টাকা ৭৪ পয়সার বাজেট পেশ করা হয় । উক্ত বাজেট অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য ও প্রশ্ন করেন-পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজউদ্দীন, তুহিন হোসেন, আকিমুদ্দীন দফাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দিথী খাতুন, পৌরসভার বিদ্যুৎ সহকারী প্রকৌশলী এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, সেনিটারী কর্মকর্তা সুরেন্দ্র সাহ সেখর কাজল, কর আদায়াকারী ইমরুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি মাস্টার দীপক শেঠ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক লিটন হোসেন, প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-পৌরসভার কর নির্ধারক মোঃ নাজমুল ইসলাম। এ অনুষ্ঠানে পৌরবাসীর উপর নতুন কোন করারোপ না করেই বাজেট পেশ করেন পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল।
Leave a Reply