কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি ফরম জমাদিলাম দৈনিক সমতটের সম্পাদক আসাদুজ্জামান আসাদের পুত্র সাসিউল ইসলাম শিহাব । সামিউল ইসলাম শিহাব দোয়া চেয়েছেন সবার কাছে । সে কলারোয়ার শিশু ল্যাবরোটোরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫র্ম শ্রেণি পর্যন্ত অথ্যাৎ ৫বছর লেখা পড়া করেছে। কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতির ছেলে তাঁর জন্য দোয়া করবেন, সে যেন মানুষের মত মানুষ হতে পারে।কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি বিতরণ চলছে।—-ফরম বিতরণের শেষ তাং- ১৪ডিসম্বর।
Leave a Reply