লিয়ন ইসলাম
তিতুমীর কলেজ প্রতিনিধিঃ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সোহেল মৃধা (২৭) কাশিমপুর কারাগার থেকেই মাস্টার্স ফাইনাল পরিক্ষা দেওয়ার অনুমতি পেলেন। রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তার পরিক্ষা গ্রহনের আদেশ দেন।
সোহেল মৃধা মোদি বিরোধী আন্দোলনের সময় মতিঝিল থেকে গ্রেফতার হন।তিনি দীর্ঘ ৬ মাসের বেশি সময় ধরে করাগারে রয়েছেন ।আগামী ৯ সেপ্টেম্বর থেকে তার মাস্টার্স ফাইনাল পরিক্ষা শুরু হবে।
অন্যদিকে,ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে আগামী ১৯ সেপ্টেম্বর তার জামিন আবেদনের শুনানি হবে।এ অবস্থায় গত ২ সেপ্টেম্বর তার পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম কারাবিধি অনুযায়ী পরিক্ষা গ্রহনের আবেদন করেন। গতকাল রোববার আবেদনের শুনানি শেষে বিচারক কারা কর্তৃপক্ষকে পরিক্ষা গ্রহনের ব্যবস্হা নিতে আদেশ করেন।
উল্লেখ্য,স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ছাত্র যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করেন। সেই মিছিল থেকে সোহেল মৃধা সহ ৩২ জনকে গ্রেফতার করা হয়। সোহেল মৃধা ছাত্র অধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply