সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের বাসিন্দা, গোয়েন্দা (এনএসআই) বিভাগের ফেনি জেলার উপ পরিচালক, জিএম ইউসুফ হোসেন হূদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল 10 টা 45 মিনিটে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) এর আগে তিনি সকালে পায়ে হেঁটে হাসপাতালে গিয়ে ভর্তি হয়l মৃত্যুকালে তিনি দুই মেয়ে স্ত্রী সহ আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেনl মহরম জিএম ইউসুফ হোসেনের মেয়ে আবিদা তাসকিন ঐশী জানান হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার পিতা এন এসআই উপ-পরিচালক মারা যায়l তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে দোয়া করবেন মহান আল্লাহ্ যেন ওনাকে বেহেশত নসীব করেন আমিন। কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের কৃতিসন্তান গোয়েন্দা এন এস আই বিভাগের ফেনী জেলার উপ-পরিচালক জিএম ইউসুফ হোসেনের অকাল মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক সমবেদনা যাপন করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মহিবুল্লাহl বৃহস্পতিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছেl
Leave a Reply