সুকুমার দাস বাচ্চু, জেলা প্রতিনিধি,
(সাতক্ষীরা):
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম লকডাউন বাস্তবায়নের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ব্যক্তি ও ক্ষুদ্র ছোট ব্যবসায়ীদের খাদ্য সহায়তা প্রদান করেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় চতুর্থ সপ্তাহের তৃতীয় দিনে কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর নেতৃত্বে শনিবার কালীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে সেনাবাহিনী পুলিশ বিজেপি আনসার ভিডিপি গ্রাম পুলিশ করণা এক্সপার্ট টিমের সদস্যরা লকডাউন বাস্তবায়নে বিভিন্ন স্থানে তদারকি করেন এসময় লন্ডন বাস্তবায়নে কিছু স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয় পাশাপাশি কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার কালিগঞ্জ থানা মোড় নলতা বাবুরাবাদ সন্ন্যাসী চক বিভিন্নস্থানে হতদরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সাতক্ষীরা জেলায় স্পেশাল লকডাউন এর সময়সীমা গতকাল শেষ হয়েছে। আজ 3 জুলাই শনিবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সময়সীমা প্রযোজ্য অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ৯টা থেকে ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। পণ্যবাহী যান ব্যতীত সকল ধরণের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ফার্মেসি, খাবারের দোকান (হোটেল-রেস্তোরাঁ) ও কাঁচাবাজার ব্যতীত সকল মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। হোটেল-রেস্তোরাঁ সকাল ৮.০০টা হতে রাত ৮.০০টা পর্যন্ত খোলা রাখা যাবে। কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯.০০ টা হতে ০৫:০০টা পর্যন্ত খোলা রাখা যাবে। লকডাউনের নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার জন্য কালিগঞ্জবাসীকে অনুরোধ করেছেন। প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply