সুকুমার দাস বাচ্চু কালিগঞ্জ সাতক্ষীরা থেকেঃ
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার একজন আসামী আটক সহ লুণ্ঠিত মোবাইল ফোন দস্যুতা কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) ও কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ, মোহাম্মাদ গোলাম মোস্তফা এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান প্রযুক্তির ব্যবহার করে ১৪ জুলাই বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে দস্যুতা মামলার আসামি কালীগঞ্জ উপজেলার পশ্চিম পাইকারা গ্রামের নূর হোসেনের ছেলে হৃদয় মোড়ল কে গ্রেফতার করে এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত হওয়া একটি মোবাইল ফোন ও দস্যুতা কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে জানা গেছে গত ইং-২২/১২/২০২০ তারিখের দস্যুতা করে হৃদয় মোড়ল তার নামে কালীগঞ্জ থানায় মামলা হয় দীর্ঘদিন পর থানা পুলিশের অভিযানে আসামি আটক ও আসামির নিকট হতে লুন্ঠিত মোবাইল ফোন, দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারপূর্বক উক্ত আসামীকে ১৪ জুলাই সাতক্ষীরা বিজ্ঞ আদালতে এর মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়
Leave a Reply