পটুয়াখালীঃ ইউনিয়ন পর্যায়ে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের বদরপুর কিশোর কিশোরী ক্লাব শিক্ষার্থীদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের জীবন দক্ষতা, আত্মসচেতনতা, আবেগ, সমঝোতা, সহমর্মিতা, জেন্ডার বেইজড ভায়োলেন্স, বয়ঃসন্ধিকাল, শিশু অধিকার, শিশুশ্রম, সন্ত্রাস, জঙ্গীবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২৩শে জুন (বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় সংশ্লিষ্ট কিশোর কিশোরী ক্লাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার প্রথম মহিলা ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া। বিশেষ অতিথি হিসেবে সংশ্লিষ্ট কিশোর কিশোরী ক্লাবের সভাপতি নাসিমা রহমান, বদরপুর শহীদ স্মৃতি বিদ্যানিকেতন এর সভাপতি সাইফুর রহমান মুক্তামিয়া, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের পটুয়াখালী জেলার ফিল্ড সুপারভাইজার সবুজ আহম্মেদ ও ইশরাত জাহান সহ সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক ও কিশোর কিশোরীরা এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের পটুয়াখালী সদর উপজেলার জেন্ডার প্রমোটার আহম্মেদ কাওসার ইবু।
অনুষ্ঠানের প্রধান অতিথি তানজিম নাহার সোনিয়া বলেন, একজন নারীকে সুদক্ষ ভাবে গড়ে উঠতে কিশোর কিশোরী ক্লাবেব ভুমিকা অপরিহার্য। এই ক্লাবে সঠিকভাবে কেউ প্রশিক্ষণ নিলে সে আর কখনো ইভটিজিং, ধর্ষন, নারী নির্যাতন এমনকি বাল্যবিবাহের স্বীকার থেকে মুক্তি পাবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আবু জাফর। তিনি বলেন ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের নতুন ভাবে গড়ে তুলতে সহায়তা করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও আমাদের বিদ্যালয় গুলোতে ক্লাব গঠনের নির্দেশ দিয়েছেন। আমরা বাস্তবায়নের কাজ অব্যাহত রেখেছি।
সংশ্লিষ্ট কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের পটুয়াখালী জেলার ক্লাব বাস্তবায়ন কর্মকর্তা ( উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর) শিরিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ তাদের বাস্তবতার অনেক কাজে আসবে, প্রতিটি ক্লাবে এ কার্যক্রম থাকলে আরো ভালো হতো, তবে এ অনুষ্ঠানের জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়া হয়নি, সংশ্লিষ্ট কিশোর কিশোরী ক্লাবের জিপি ও শিক্ষকদের সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে। আমি এ প্রগ্রাম এর সাধুবাদ জানাই।
Leave a Reply