মোঃ রাসেল সরকার//
কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত মো. সোহেল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম হাজেরা বেগম। তার স্বামী মো. সোহেল ওই একই গ্রামের বাসিন্দা। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পারিবারিক কলহের কারণে ভোররাতে এ ঘটনা ঘটিয়েছেন তার স্ত্রী হাজেরা বেগম। হাজেরা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সোহেল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তার স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply