সুমাইয়া আক্তার শিখা
স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার মিরপুরে ছাহেরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর অসুস্থতা জনিত শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ আগষ্ট) ভোরে মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।
সে আদর্শপাড়ার সায়েদ মালিথার মেয়ে ও বীজনগর গ্রামের ফিরোজের স্ত্রী।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি মাফিজুর রহমান জানান, নিজ ঘরেই ওড়না পেচিয়ে ছাহেরা খাতুন আত্মহত্যা করেছে বলে তার বাড়ির লোকজন ও স্থানীয়দের কাছে জানতে পেরেছি। সে দীর্ঘদিন শারীরিক যন্ত্রণা নিয়ে অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসায় তিনি সুস্থ না হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছি।
পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে এ ঘটনার পর তাকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থেকে শরীরে যন্ত্রণা ভোগ করছিলেন বলে তাঁরা জানায়।
পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সে অসুস্থ ছিলো মৃত্যুর আগে তার পেটে যন্ত্রণায় ভুগছিল। ধারণা করছি যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে। তার বাড়িতেও প্রচুর ওষুধ ও চিকিৎসকের প্রেসক্রিপশন দেখতে পেয়েছি।
Leave a Reply