সুমাইয়া আক্তার শিখা
স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি, সাংবাদিক নেতা আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লবকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা কুষ্টিয়ার কৃতি সন্তান, আহমেদ শরীফ।
সাংবাদিক নেতা,রাশেদুল ইসলাম বিপ্লবের জন্মদিনে এক ভিডিও বার্তার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান দেশের বিখ্যাত এই অভিনেতা।
ভিডিও বার্তায় তিনি বলেন, বিপ্লব তার কাজের মাধ্যমে কুষ্টিয়ার মানুষের কাছে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, সব সময় ভালো থাকুক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কুষ্টিয়ার কৃতি সন্তান আহমেদ শরীফ আরও বলেন, পূর্বে দৈনিক আরশীনগর পত্রিকার মাধ্যমে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রাকশ করে মাটি ও মানুষের কল্যানে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। আগামীতেও তার এই ধারাবাহিকতা রক্ষা করে, কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীদের আস্থার প্রতিক হয়ে কাজ করবে এটায় প্রত্যাশা তাঁর জন্মদিনে।
Leave a Reply